নাচোলে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোল স্টেশনে রাজশাহী থেকে ছেড়েআসা রহনপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে হুসেন আলী(৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নাচোল পৌর এলাকার ২নং ওয়ার্ড গুঠইল গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে বলে জানান এলাকাবাসীরা ।
মৃত ব্যক্তি হুসেন আলী রবিবার বেলা ১১টার দিকে নাচোল রেলস্টেশনে চা পান করতে আসছিলেন। রেল স্টেশনের পশ্চিম দিকে দাঁড়িয়ে একজনের সাথে গল্প করার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি নাচোল স্টেশনে পৌঁছানোর মুহুর্তে ওইব্যক্তি ট্রেনে নিচে পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। ট্রেনটি স্টেশনে দাড়ানো অবস্থায় স্থানীয়রা নিহত হুসেন আলীর দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। নিহত হুসেন আলীর দুই ছেলের মধ্যে একজন প্রতিবন্ধী।