শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

নিখোঁজের ৪ দিনপর ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম : / ১২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের ৪ দিনপর মাসুম বিল্লাহ (১৯) নামে এক ভ্যানচালক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে শার্শার পার্শ্ববর্তী যশোরের ঝিকরগাছার উপজেলা নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর এলাকার প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করেন ঝিকরগাছা থানা পুলিশ।

নিহত ভ্যানচালক যুবক মাসুম বিল্লাহ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের উলাশী গ্রামের আজিজ খাঁনের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, নবনির্মিত একটি ভবন থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঝিকরগাছা থানায় নিয়ে যায়। এরপর নিহতের পিতা আজিজ খাঁনকে খবর দিলে তিনি এসে মরদেহটি তার ছেলে মাসুম বিল্লার বলে সনাক্ত করেন।

এর আগে গত (৬ অক্টোবর) সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মাসুম বিল্লাহ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেননি। পরে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পর মাসুম বিল্লাহকে না পেয়ে গত (৭ অক্টোবর) শার্শা থানায় একটি সাধারণ ডাইরি করেন মাসুম বিল্লাহর পিতা আজিজ খাঁন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী প্রতিবেদককে জানান, মরদেহে উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিকটিমের কাছে থাকা ভ্যানটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর