রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর চীন সফরসঙ্গী হলেন বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর

রিপোর্টারের নাম : / ৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

 গাজীপুর জেলা সংবাদদাতাঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের রাষ্ট্রীয় চীনা সফরসঙ্গী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। আগামী ৮-১১ জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারি সফরের
প্রতিনিধি দলের সদস্য হিসেবে ভাইস-চ্যান্সেলর চীনে অবস্থান করবেন।
এ উপলক্ষ্যে ভাইস-চ্যান্সেলর সোমবার (৮ জুলাই) সকাল ১১ টায় ঢাকা ত্যাগ করেছেন। এ ঐতিহ্যবাহী সফরকে ঘিরে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ভাইস-চ্যান্সেলরের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। তাঁকে সফরসঙ্গী হিসেবে মনোনীত করার জন্য ভাইস-চ্যান্সেলর মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, এ সফর বিশ্ববিদ্যালয়ের জন্য এক অনন্য সম্মানের পরিচায়ক। এ সফর থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষা,
গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে আরো অগ্রণী ভূমিকা রাখবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এ সফর অত্র বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবস্থানের প্রতিনিধিত্ব করছে বলে মনে করছেন উপস্থিত সকলে। উল্লেখ্য, এ দ্বিপাক্ষিক চীন সফরে ২০-২২টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধনের ঘোষণা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর