শিরোনামঃ
উল্লাপাড়ায় মোটরসাইকেল নির্বাচনী প্রচারণায় হাজারো মানুষের ঢল বেনাপোলে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোহরাবের গণজোয়ার নির্বাচন ও বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে টানা ৫ দিন বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ সিরাজগঞ্জে ২১৬ কে‌জি গ‌াঁজাসহ গ্রেফতার-২  উপজেলা পরিষদ নির্বাচনে চাচা-ভাতিজার লড়াই! সাধারণ ভোটাররা শঙ্কায় পতেঙ্গা সৈকত ঘিরে মাস্টার প্ল্যান তৈরিসহ একগুচ্ছ সিদ্ধান্ত কর্মপরিধি বাড়ছে জাতীয় হেল্পলাইন কল সেন্টারের উত্তরের যোগাযোগে আসবে গতি চট্টগ্রাম বন্দরে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আবুধাবি পোর্ট গ্রুপ হেমায়েতপুরে হবে বহুতল টার্মিনাল চাহিদার চেয়ে ২৩ লাখের বেশি পশু প্রস্তুত দেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল একটা জাগরণ : নানক শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন বৈদেশিক ঋণের প্রকল্পে বিশেষ নজর দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ উল্লাপাড়ায় ব্র্যাকের সহায়তায় অতিদরিদ্র সদস্যদের মাঝে ষাড় গরু বিতরণ যে কারণে বাতিল হলো জামিল হাসানের প্রার্থীতা দেশি শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচনে সফলতা একক গ্রাহকের ঋণসীমা অতিক্রম না করতে নির্দেশ ব্যাংকগুলোকে

আশরাফুল হক, লালমনিরহাট:

প্রধান শিক্ষক ও সভাপতি তাস ছিটাচ্ছেন-শিক্ষক/কর্মচারি নিয়োগে অনিয়মের অভিযোগ!

কলমের বার্তা / ১২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

লালমনিরহাটের লোহাখুচি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু ও ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম খন্দকারের বিরুদ্ধে গোপনে ৬ জন শিক্ষক/কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সাথে নিয়োগ বাণিজ্যর টাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির জুয়াবাজি ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ফলে অবৈধ ম্যানেজিং কমিটি বাতিল, গোপন নিয়োগ স্থগিত চেয়ে স্থানীয় অভিভাবকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্কুল পরিদর্শক, পরিচালক, জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার, বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, ১৯৬৪ সালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফড়িং এর দিঘী বাজারের পাশে স্হাপিত লোহাখুচি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়টি। ২০১৪ সালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে রুহুল আমিন দুদু যোগদান করেন। ২০১৪ সাল থেকে রুহুল আমিন দুদু প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন ভাবে চলতি ২০২৩ সাল পর্যন্ত পকেট ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আবুল কাশেম খন্দকার দায়িত্ব পালন করছেন।

একটি সূত্র জানান, সংশোধিত নতুন প্রবিধানমালায় টানা দুইবারের বেশি সভাপতি পদে থাকার সুযোগ থাকবে না। দুইবার সভাপতি হওয়ার পর একবার বিরতি দিতে হবে। পরে আবার তিনি সভাপতি হতে পারবেন। এমন বিধান রেখে চূড়ান্ত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৩।

প্রস্তাবিত প্রবিধানমালায় সভাপতির জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ নির্ধারণ রয়েছে। তবে এসব নীতিমালা মানা হয়নি লোহাখুচি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে।

ওইসব নীতিমালাকে তোয়াক্কা না করে বার বার পকেট কমিটি গঠনের মাধ্যমে লোহাখুচি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৬টি পদে শিক্ষক/কর্মচারী নিয়োগের জন্য গত ২৩-০২-২০২৩ ইং তারিখে জাতীয় দৈনিক ভোরের ডাক ও স্থানীয় দাবানল পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ের শুন্য পদে সহ: প্রধান শিক্ষক ১ জন, পরিচ্ছন্ন কর্মী ১ জন এবং সৃষ্ট পদে কম্পিউটার ল্যাব অপারেটর ১ জন, অফিস সহায়ক ১ জন, নিরাপত্তা কর্মী ১ জন ও আয়া ১ জন নিয়োগ প্রক্রিয়া শুরু করেন। এ নিয়োগ বিজ্ঞাপনের খবর গোপন রেখে নিজেদের পছন্দমত লোকদের চুড়ান্ত করা হয় মর্মে অভিযোগে উল্লেখ করে।

প্রার্থীর মধ্যেই সহ: প্রধান শিক্ষক হিসেবে-মোঃ লাভলু সরকার, কম্পিউটার ল্যাব অপারেটর -মোঃ শাকিল আহমেদ, অফিস সহায়ক -মোঃ রমজান আলী, নিরাপত্তা কর্মী- মোঃ আতিকুল খন্দকার, আয়া পদে- মোছাঃ রহিমা খাতুন, পরিচ্ছন্ন কর্মী/ঝাড়–দার (সুইপার) মিলন রায়-কে নিয়োগ দেয়ার জন্য চুড়ান্ত করে ৫ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত নিয়োগ বাণিজ্য করেছেন। নিয়োগ বাণিজ্যর টাকায়, নিয়োগ না দিয়েই বিদ্যালয়ের কক্ষে দরজা বন্ধ করে প্রধান শিক্ষক ও সভাপতির জুয়াবাজি ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় কক্ষে জুয়ার আসরে বাহিরাগত লোকজনও অংশগ্রহন করছেন। এতে প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু তাস ছিটাচ্ছে আর ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম নিজেই টাকা আদান প্রদান করছেন জুয়ার বোর্ডে। এছাড়াও অভিভাবকদের স্বাক্ষর জাল ও ভুয়া কাগজপত্র তৈরী করে প্রধান শিক্ষক গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে বোর্ডেও জমা দিয়েছেন। এ কারনেই গোপন নিয়োগ স্থগিত, অবিলম্বে অবৈধ ম্যানেজিং কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি গঠন, প্রধান শিক্ষক ও সভাপতি বিদ্যালয় কক্ষে অবৈধ জুয়া খেলায় শিক্ষা প্রতিষ্টানের সুনাম ক্ষুন্ন করায় শাস্তির দাবী করেন ওই বিদ্যালয়ের অবিভাবকগন।

অভিভাবক সদস্য আখতারুল ইসলাম বলেন, কখন কিভাবে ভোট হল, কমিটি গঠন হল, কিছুই জানেন না তারা। অভিভাবকদের স্বাক্ষর জাল ও ভুয়া কাগজপত্র তৈরী করে প্রধান শিক্ষক গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে বোর্ডে জমা দেন। দুর্নীতি করে লোক নিয়োগ দিচ্ছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। এ কারনেই পকেট কমিটি বাতিল ও গোপন নিয়োগ স্থগিতের দাবী জানান।

প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু বলেন, আমি কোন দিনও তাস বা জুয়া খেলিনি। বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয়ের জেরে কে বা কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে জুয়া খেলায় ছবি বসিয়ে দিয়েছেন।

ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম খন্দকার বলেন, এটি স্কুল নয়, আমরা ফড়িং এর দিঘী বাজারে দলীয় অফিসে সময় কাটাতে দলীয় ছেলেরা মিলে মাঝেমধ্যে তাস খেলি। তবে টাকা দিয়ে নয়। কেউ শিক্ষা প্রতিষ্টান নিয়ে ষড়যন্ত্র করছেন।
লালমনিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত বলেন, লোহাখুচি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়রে বিভিন্ন পদে শিক্ষক কর্মচারী নিয়োগ আপাত্ত: স্থগিত করা হয়েছে। বিভিন্ন বিষয় অভিযোগ গুলো তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেলা শিক্ষা অফিসার আব্দুল বারি বলেন, জেলা প্রশাসক সহ আমাকে লিখিত অভিযোগ দিয়েছেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়ম প্রমান করা মুশকিল। তবে নিয়োগের বিষয় মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্ত করে ব্যবস্থা নিবেন। আর আমাকে জেলা প্রশাসক নির্দেশ দিলে আমি তদন্ত করবো এবং জুয়া খেলার প্রমান পাওয়া গেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

150


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর