প্রবাসী কল্যাণ পরিষদ সাংগঠনিক সম্পাদক মিজান মাসুদের পিতার মাগফেরাত কামনায় দোয়া
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/received_1500126960805749-700x390.jpeg)
কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাসুমের পিতা মরহুম একরামুল হকের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার বাদ আছর নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আল মদিনা জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে এই মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার৷ মুছাপুর ইউনিয়ন শাখা প্রবাসী কল্যাণ পরিষদ প্রধান উপদেষ্টা আলা উদ্দিন জিকুর সভাপতিত্বে ও চরহাজারী ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য যুবদলনেতা আবদুল্লাহ আল মামুন সুমনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুর নবী বাবুল, আবুল কালাম আজাদ, গাজী মোঃ আলমগীর৷
এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর উদ্দিন রুবেল, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম রাজু, চরপার্বতী ইউনিয়ন যুবদল নেতা মাইন উদ্দিন, প্রবাসী বিএনপি নেতা ইমাম উদ্দিন, মাইন উদ্দিন শিল্পী সহ চরহাজারী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দে এতে উপস্থিত ছিলেন৷
এসময় মরহুম একরামুল হকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়৷ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুর রহিম৷ মিলাদ মাহফিলে মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন৷