বাউফলে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা কমিটি
পটুয়াখালীর বাউফলে মুক্তিযোদ্ধাদের নামের তালিকার যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একটি প্রতিনিধি টিম এ কার্যক্রম পরিচালনা করেন। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে,বাউফল উপজেলা পরিষদের হল রুমে এই কার্যক্রম শুরু হয়।
রবিবার (১৭ই সেপ্টেম্বর) বেলা ১০ ঘটিকা থেকে সোমবার পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান এমপি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এ সময়ে স্থানীয়ভাবে যাচাই-বাছাই কমিটিতে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম খান, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার প্রমূখ।
সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, বাউফলে ১৯৫ জন মুক্তিযোদ্ধাদের নামের তালিকা জমা হয়েছে। আমরা যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেব এবং তাদেরকে তালিকাভুক্ত করব। বাউফলে আগত অতিথিদের শুভ আগমন উপলক্ষে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ আরিফুজ্জামান খান রিয়াদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সন্তানরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।