শিরোনামঃ
বিটিআরসি ও র্যাবের যৌথ অভিযান,২৬ টি ওয়াকি-টকি জব্দ
গাজীপুরের টঙ্গী, শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকা থানার বিভিন্ন এলাকায় বিটিআরসি ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ২৬ টি অবৈধ ওয়াকি-টকি জব্দ করেছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রেসবিজ্ঞপ্তিতে গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, গত ২৪ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চারদিন যাবৎ র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী,পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল জিএমপি, গাজীপুর এর টঙ্গী ও গাজীপুর জেলার শ্রীপুর থানা এবং ময়মনসিংহ এর ভালুকা থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিয়মিত অভিযান টিম এর সদস্য সহকারী পরিচালক (এসএম) শাহাদাত হোসেন, উপ-সহকারী পরিচালক (এসএম) সরফুদ্দিন চৌধুরী,এবং র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে গাজীপুর এর টঙ্গী পশ্চিম থানা এলাকার টাউজার ল্যান্ড লিমিটেড হতে ৬ টি অনুমোদনবিহীন অবৈধ ওয়াকি-টকি, ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাষ্টারবাড়ী এলাকায় তেপান্তর হোটেল এন্ড রিসোর্ট হতে ৫ টি অনুমোদনবিহীন অবৈধ ওয়াকি-টকি এবং শ্রীপুর থানাধীন ভাংনাহাটি গ্রীন ভিউ গলফ রিসোর্ট হতে ১৫ টি অনুমোদনবিহীন অবৈধ ওয়াকি-টকি সর্বমোট ২৬ টি ওয়াকি-টকি, চার্জার ও সুইচ জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ বেতারযন্ত্রের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
এছাড়াও শ্রীপুর থানাধীন নয়নপুর এলাকায় ডিবিএল গ্রুপ সিরামিক ফ্যাক্টরি থেকে ৮ টি কালো রংয়ের ওয়াকি-টকি অবৈধভাবে ব্যবহারের কারণে সিলগালা করে দেওয়া হয়। বিটিআরসি থেকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ নেটওয়ার্ক বুস্টার, জ্যামার, রিপিটার এবং ওয়াকি-টকির বিরুদ্ধে র্যাব এর নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। র্যাব ও বিটিআরসি অনুমোদনবিহীন বেতার যন্ত্রপাতি ক্রয়/বিক্রয় এবং ব্যবহার হতে বিরত থাকার জন্য র্যাবের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ করা হয়। অন্যথায় কঠোর পদক্ষেপ গৃহীত হবে বলে জানানো হয়। উদ্ধারকৃত আলামত সংক্রান্তে বিটিআরসি কর্তৃক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর