বেতাগীতে উচ্ছেদে এসেও ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট
বরগুনার বেতাগী পৌর শহরে ভূমি অফিসের জায়গায় নির্মিত ঘর উচ্ছেদে এসেও ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট। জমির মালিকানা নিয়ে উপজেলা প্রশাসন ও ঘরের মালিক কেএম মারুফ রেজা কোনো সমাধানে না আসায় গতকাল শনিবার দুপুরে তা উচ্ছেদে অভিযান চালানো হয়, যা পরে স্থগিত হয়।
এক বছর আগে পৌর শহরে ইউনিয়ন ভূমি অফিসের সীমানার দেয়াল নির্মাণ করা হয়। সেই সীমানার মধ্যে রেকর্ড সূত্রে দুই শতাংশ বলা হয়। জমির মালিকানা দাবি করেন পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মারুফ রেজা। সেখানে প্রায় দুই সপ্তাহ আগে ঘরও নির্মাণ করেন তিনি
জানা গেছে, এক বছর আগে পৌর শহরে ইউনিয়ন ভূমি অফিসের সীমানার দেয়াল নির্মাণ করা হয়। সেই সীমানার মধ্যে রেকর্ড সূত্রে দুই শতাংশ জমির মালিকানা দাবি করেন। পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মারুফ রেজা। সেখানে
প্রায় দুই সপ্তাহ আগে ঘরও নির্মাণ করেন তিনি। এদিকে উপজেলা প্রশাসনের দাবি, ওই জমির মালিক তিনি নন। তাই ভূমি অফিসের পক্ষ থেকে ঘরটি অপসারণের জন্য
সেই ধারাবাহিকতায় গতকাল সকালে উচ্ছেদ অভিযানে আসেন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান। খবর পেয়ে মারুফ রেজা ও তার লোকজন সেখানে জড়ো হয়ে ঘরের সামনে শুয়ে পড়েন। পরে উচ্ছেদ অভিযান স্থগিত করে ম্যাজিস্ট্রেট চলে যান। তিনি জানান, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার তাকে সময় দেওয়ায় অভিযান স্থগিত করা হয়েছে।
জমির মালিকানা দাবি করা মারুফ রেজা বলেন, ওই জমির রেকর্ডীয় মালিকের কাছ থেকে ২ শতাংশ জমি ক্রয় করেছি। ইউনিয়ন ভূমি অফিসকে সঠিক কাগজপত্র দেখানোর পরও সেই জমি খাস খতিয়ানে নেওয়ার পায়তারা চালাচ্ছে তারা। বারবার হয়রানিও করছে।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন জানান, সরকারি জায়গা কারও দখলে নেওয়ার কোনে সুযোগ নেই। ঘর নির্মাণে বাধা ও বারবার নিষেধ করা সত্ত্বেও কিছুই মানছে না মারুফ রেজা। তাই বাধ্য হয়ে উচ্ছে অভিযানে যেতে হয়েছে। তবুও সময় চাওয়ায় মানবি কারণে এক দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।