বেনাপোলে ট্রেনে কাটা পড়ে বৃদ্বা নিহত
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ট্রেনে কাটা পড়ে আঃ আজিজ নামে (৬০) বছর বয়সী এক বৃদ্বা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত আজিজ বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মৃত্যু হাসমত শেখের ছেলে।
আজ সোমবার(১৯আগস্ট) সকালে বেনাপোলপৌর এলাকায় কাগজপুকুর রেল ক্রসিংয়ের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল রেলওয়ে ফাঁড়ির এসআই মোঃ নজরুল ইসলাম জানান , আজ সোমবার সকালে বেনাপোল থেকে বেদনা কম্পিউটার ট্রেনটি (লোকাল) মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাই, ৯,১৫ মিনিটে। বেনাপোল কাগজ পুকুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে, ট্রেনে কাটা পড়ে এক বৃদ্বা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান,কাল আজিজ নামে পরিচিত (কানে কম শুনে)রেললাইন উপরে বসেছিলেন তিনি।এমন সময় অসাবধানতার কারণে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। যশোর আড়াইশো বেড জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।