রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

বেনাপোলে বড় আঁচড়া গ্রামের খেলার মাঠ উদ্ধারের দাবিতে”মানববন্ধন

রিপোর্টারের নাম : / ৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৬ জুলাই, ২০২৪

মনির হোসেন বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পৌর সভা বড় আঁচড়া ৯নংওয়ার্ড খেলার মাঠ উদ্ধারের দাবিতেএলাকাবাসী মানববন্ধন,৷কর্মসুচি পালণ করেছেন।

শনিবার(৬ জুলাই) আজ সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত (এক ঘন্টা) বেনাপোল চেকপোস্ট যশোর কলকাতা মেনই রোডের, বড়আচঁড়া সরকারী প্রাইমারি স্কুলের সম্মুখে বেনাপোল পৌরসভার বড়আচঁড়া গ্রামে স্কুল মাঠের দাবিতে, এই “মানববন্ধন” কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন এলাকাবাসী তাদের দাবি ছোটবেলা থেকে আমাদের খেলার মাঠ ছিল। সেই খেলার মাঠটি বেদখল হয়ে যায়। আমাদের ছেলেমেয়েরা খেলা করার কোন জায়গা নেই, তাই এই খেলার মাঠটি উদ্ধার করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি।অবিলম্বে আমাদের এই খেলার মাঠটি উদ্ধার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। খেলার মাঠ এককালে অনেক দামি খেলোয়াড় খেলে গেছেন। কর্মসুচিতে নেতৃত্ব মোঃকামাল হোসেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর,ও মোঃ সুলতান আহমেদ ১নংওয়ার্ডের কাউন্সিলর, উপস্থিত ছিলেন ইদ্রিস আলী (ইদু), দুধ মল্লিক, ইয়াকুব, আসাদুজ্জামান আশা, জাফর আলী, শামীম হোসেন, জামাল হোসেন, প্রশাসনকে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে হুসিয়ারী জানিয়ে তারা বলেন,আল্টিমেটামে কাজ না হলে বৃহত্তর আন্দোলণে যাবেন বলে কর্মসুচিতে ঘোষণা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর