বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন-এমপি আব্দুল মমিন মন্ডল
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৩-২৪ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসৃচির আওতায়- ক্ষুদ্র ও প্রান্তিক ১২’শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা গম, ভট্টা খেসারী, চিনাবাদাম, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে -বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বেলকুচি উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে-
শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উক্ত সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মমিন মন্ডল
এসময়ে তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো কৃষিবান্ধব সরকার। কৃষিতে বিপ্লব ঘটাতে আধুনিক প্রযুক্তিগ্রহন করার পদক্ষেপ তিনিই নিয়েছেন কৃষকদের সকল ধরনের সুযোগ- সুবিধাসহ বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ ও সার দিচ্ছেন । বিগত বিএনপি -জামাত জোট সরকারের আমলে সারের জন্য আন্দোলন করায় অনেক কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিলো। তাই এদেশের জনগণ ও কৃষকেরা বিএনপি-জামাতের হত্যা, সন্ত্রাস, নির্যাতন ও দূর্নীতির কথা ভোলেনি জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে চতুর্থবারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে ।
বেলকুচি উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শিবানী সরকারের সভাপতিত্বে এ সময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম আলামিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী, বেলকুচি সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোঃ সেলিম সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন হাসান রকি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন এবং সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর।
এসময় অনুষ্ঠানে উপজেলার কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ ও মোঃ সাইদী রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ খাদিজা খাতুন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দরা এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন ।