মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বধোন  সিংড়ায় সহপাঠীর আঘাতে স্কুলছাত্র নিহত নাটোরের বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারি কারখানাকে জরিমানা লালমনিরহাটে কলেজের অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষ; যুবলীগ নেতা আটক! লালমনিরহাটে ডাকাত দল গ্রেফতার! কাজিপুরে ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশের গড়িমসিতে ভিন্নখাতে প্রবাহিত হওয়ার শংকা সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২

বেলকুচিতে মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম : / ১১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৪ মে, ২০২৩

সড়কে স্থায়ী তোরণ অপসারনের জন্য স্থানীয় সংসদ সদস্যকে পৌরসভা কর্তৃপক্ষ নোটিশ দেয়াকে কেন্দ্র করে মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেলকুচি পৌরসভার মেয়র মো: সাজ্জাদুল হক রেজা।

মঙ্গলবার দুপুরে পৌর ভবনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় মেয়র জানান, একটি কুচক্রী মহল জননেত্রী শেখ হাসিনার আধুনিক ও পরিচ্ছন্ন নগরায়ন ও উন্নয়নকে বাধাগ্রস্থ করে আমাকে ও স্থানীয় সরকারের পৌরসভার সকল কার্যক্রম ব্যহত করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সরকারের অধিনে পৌরসভার যে কোন উন্নয়নমূলক কাজের জন্য এমপি মহোদয়ের ডিও লেটারের প্রয়োজন হয়। তিনি পৌরসভার উন্নয়নের কোন প্রকার ডিও লেটার প্রদান করেন না। তাতে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাঁধাগ্রস্থ হচ্ছে।

এছাড়াও ঘটনার দিন কয়েক দফায় এমপির লোকজন আমাদের লোকজনের উপর হামলা করলে সেই হামলা নিয়ে থানায় কয়েকটি অভিযোগ দেয়া হলেও বেলকুচি থানার ওসি পক্ষ্য পাতিত্ব করে কোন মামলাই রেকড করেনি। তাই ওসির এমন পক্ষ্যপাতিত্বের তিব্র নিন্দা জানাই।

স্থানীয় পরিবহন মালিক শ্রমিক ও সাধারনের মানুষের অভিযোগের ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্যের নির্মিত স্থায়ী তোরণ অপসারনের নোটিশ করলে তার সর্মথকরাই পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আহত। উল্টো তারাই আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের হেনস্থা করছে। জনগনকে সাথে নিয়ে তিনি পৌরসভার উন্নয়ন করতে চান।

এবিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, পৌর ছাত্রলীগ সেদিন একটি বিক্ষোভ কর্মসূচী করতে ছিলো। এসময় মেয়রের লোকজন তাদের উপর হামলা করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেই। তিনি বলেন, আমাদের সহযোগীতার বিষয়ে মেয়রের বক্তব্য পুরোপুরি মিত্যা।

এবিষয়ে বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল দেশের বাইরে অবস্থান করার জন্য তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মোহাম্মদ ইকবাল রানা, কাউন্সিলর শহিদুল ইসলাম, তারেক সরকার, মহিলা কাউন্সিলর স্বর্ণা পারভিন, নার্গিস বেগম উষা সহ পৌরসভার কর্মচারী কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর