বেলকুচি মহাশ্মশান চুল্লী ঘরের উদ্বোধন
সিরাজগঞ্জের বেলকুচি মহাশ্মশানে চুল্লী ঘরের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জেলা পরিষদের অর্থায়নে বেলকুচি মহাশ্মশান প্রাঙ্গনে ২৪ লক্ষ টাকা ব্যায়ে নব নির্মিত চুল্লী ঘরের উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্মশান প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি শ্মশান কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।
এসময় জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি মির্জা শরিফুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি হেমন্দ্র নাথ চৌধুরী, সাধারণ সম্পাদক বৈদ্য নাথ রায়, শ্মশান কমিটির সিনিয়র সহসভাপতি অমৃত নারায়ণ দে সহ আরো অনেকই বক্তব্য রাখেন।