মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ককে অব্যাহতি কাজিপুরে আ’লীগের মশাল মিছিল; ফেসবুকে ভাইরাল  কুড়িগ্রামে চরাঞ্চল মানুষের আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সুস্বাস্থ্য’ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু নাটোরে বিএসটিআই’র অভিযানে তিন বেকারি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব সভাপতি আবু বকর সিদ্দীক,সাধারণ সম্পাদক রনজক রিজভী কাজিপুরে সারে তিন লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত দুদক কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে- দুদক চেয়ারম্যান কারামুক্ত হলেন সা’দ পন্থী আলেম মুফতি জিয়া বিন কাশেম

বেসরকারি শিক্ষক নিয়োগে আসছে চতুর্থ গণবিজ্ঞপ্তি

রিপোর্টারের নাম : / ১৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ মে, ২০২২

দেশের সব ধরনের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগ দিতে শিগগিরই চতুর্থ গণবিজ্ঞপ্তি জারি করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী জুলাইয়ের দিকে এই বিজ্ঞপ্তি জারি করা হবে। এ লক্ষ্যে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন বলেন, ‘৩১ মে’র মধ্যে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। তারপর মে মাসে আমরা শিক্ষক চাহিদা নেবো। এরপর জুলাইয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিজ্ঞপ্তি জারির বিষয়টি নির্ভর করছে শিক্ষা প্রতিষ্ঠানদের ওপর।’

এনটিআরসিএ’র দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ই-রেজিস্ট্রশন সম্পন্ন করতে চিঠি দিয়েছে গত ২৭ এপ্রিল।  এতে আগামী ৩১ মে’র মধ্যে রেজিস্ট্রশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

ওই চিঠিতে বলা হয়, চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম গ্রহণ করার জন্য ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধানদের নির্দেশ দেওয়া হলো।  যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নতুনভাবে ই-রেজিস্ট্রেশন করবে, সেসব প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আর যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ইতোমধ্যে ই-রেজিস্ট্রেশন হয়েছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ই-রেজিস্ট্রেশন ফর্মের এডিট (Edit) অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করতে হবে।

নতুন ই-রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করতে হবে আগামী ৩১ মে’র মধ্যে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করা না হলে, ওই প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষক চাহিদা পাঠাতে পারবে না।

সঠিকভাব ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধানদের এনটিআরসিএ’র ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) সেবা বক্সের নির্দেশনা অনুসরণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর