ভাঙ্গুড়ায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/received_703203238489900-700x390.jpeg)
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রশিক্ষণ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
গত রোববার (২০ আগস্ট) ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়াইলমারী লতিফা আয়শা ওহাবিয়া দাখিল মাদ্রাসায় দশ দিনের এই প্রশিক্ষণ শুরু হয়। এতে গ্রাম পর্যায়ের শিক্ষিত স্বেচ্ছাসেবী ৬৪জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন বলেন, প্রশিক্ষণে আনসার ও ভিডিপি সংগঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের নিজ নিজ বিভাগ সম্পর্কে অতিথি বক্তা হিসেবে ক্লাস নিচ্ছেন। অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আনসার ও ভিডিপি’র পাবনা জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাদ মাহমুদ বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারনা লাভ করে ভিডিপি প্লা্টুনের সদস্য হিসেবে দায়িত্ব অন্তর্ভূক্ত হবে। সংশ্লিষ্ট গ্রামের ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলার সমন্বয়ে গঠিত দু’টি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ১০ দিনের প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদ, ভাতা ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রদান করা হবে।