ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের জাতীয় শোক দিবস পালিত
পাবনার ভাঙ্গুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেলের সভাপতিত্বে ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- পাবনা-৩ সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজনে ও জেলা তথ্য অফিসের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান, জনাব ডঃ মাসুদ মোহাম্মদ জাহিদ হাসান রন্জু (কান্ট্রিডিরেক্টর ভাব বাংলাদেশ),ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ছবি, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মোঃ রাশিদুল ইসলাম, জেলা তথ্য অফিসের সিনিয়র অফিসার মোঃ সামিউল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবনেতা প্রভাষক হেলাল উদ্দিন,ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মোঃ ফারুক হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ । অনুষ্ঠানের প্রথমে বিদ্যালয় আঙ্গিনায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন এবং আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।