ভালুকায় যুবদল নেতা মিল্টনের নেতৃত্বে আনন্দ র্যালি
ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টনের নেতৃত্বে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিকেলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা শেষে কেককাটা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক ও ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ওয়ার্ড, ইউনিয়ন , উপজেলা, জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশনেয়।