মেট্রোরেলের ২১টি ট্রেন সেট দেশে পৌঁছেছে
উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চালুর সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। ২৮ ডিসেম্বর উদ্বোধনের আগে শেষ মুহূর্তে চলছে পরীক্ষা নিরীক্ষার কাজ। মেট্রোরেলের জন্য আমাদানি করা হবে ২৪টি ট্রেন সেট। এর মধ্যে ২১টি ট্রেন সেট দেশে পৌঁছেছে। আর ১৯টি ট্রেন সেট ইতিমধ্যে ঢাকার উত্তরার ডিপোতে পৌঁছেছে বলে জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। বাকি ২০ ও ২১ তম ট্রেন সেট জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে গত ২৭ নভেম্বর মোংলা সমুদ্রবন্দরে এসে পৌঁছেছে, যা মোংলা বন্দরে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাবলি সম্পাদন শেষে চলতি মাসের শেষ দিকে উত্তরার ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯৭ শতাংশ। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার ভায়াডাক্ট ও ১টি স্টেশন নির্মাণ প্যাকেজের কাজ ২০১৭ সালের ১ আগস্ট শুরু হয়েছিল। ইতিমধ্যে ৯টি স্টেশনের মধ্যে সব স্টেশনের যাবতীয় পূর্ত এবং মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কাজ শেষ হয়েছে। এ ছাড়া উত্তরা ডিপো এলাকায় রেলওয়ে ট্র্যাক এবং বৈদ্যুতিক স্থাপনা ও যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন করে কমিশনিং করা হয়েছে। ভায়াডাক্টে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সম্পূর্ণ অংশে রেললাইন এবং সিগনালিং সিস্টেমের ইকুইপমেন্ট স্থাপন করে টেস্টিং সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে অটোমেটিক ফেয়ার কালেকশন ইকুইপমেন্ট স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে।