রতনকান্দি হাটে অবৈধ জাল বিক্রিকালে ৪ জনের জরিমানা ও জাল পুড়িয়ে ধ্বংস
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বুধবার বিকেলে -জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর ৫ম দিনে সিরাজগঞ্জ সদরের রতনকান্দি হাটে অভিযান চালিয়ে ১ লক্ষ ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহও ৪ বিক্রেতাকে আটক এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) বিকেলে উক্ত অভিযানে আটককৃত ৪ জন অবৈধ জাল ব্যবসায়ী ভবিষ্যতে আর অবৈধ জাল বিক্রি করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং আটককৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
এ অভিযান পরিচালনার নেতৃত্ব দেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন, নৌ-পুলিশ সিরাজগঞ্জ এর সদস্যবৃন্দ।
সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী ও জেলা মৎস্য দপ্তর সিরাজগঞ্জের সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ প্রকল্প) উক্ত অভিযানে সম্পৃক্ত থেকে অভিযানকে সাফল্য মন্ডিত করেন।