রায়গঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্ষক এই প্রতিপাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদায়সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ উদযাপিত করা হয়েছে। রায়গঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের আয়োজনে
শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে১০ টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে হতে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে র্যালির নেতৃত্ব দেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসন (তাড়াশ- রায়গঞ্জ ও সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃমোঃ আব্দুল আজিজ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাচ্চু মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাশ, রায়গঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল্লাহ আল-পাঠান, রায়গঞ্জ ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ছরওয়ার লিটন প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলার সমবায় কর্মকর্তা। এ সময়ে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলার সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক মোঃ আল-আমিন সহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা, বিভিন্ন দপ্তর ও সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ, সমবায়ীরা, গুণীজন, রাজনৈতিক নেতৃবৃন্দরা এবং সাংবাদিকদের একাংশ ।