লালমনিরহাটে খেলতে গিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু!
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/received_149950521488946-700x390.jpeg)
আশরাফুল হক, লালমনিরহাট:লালমনিরহাটের আদিতমারীতে স্কুলের বাচ্চা খেলতে গিয়ে দোলনার আঘাত পেয়ে শাহাদৎ হোসেন নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার কিসামত চন্দ্রপুর এলাকার কিসামত চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মৃত শাহাদৎ হোসেন উপজেলার কিসামত চন্দ্রপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয়ের দোলনায় খেলতে গিয়ে আঘাত পায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র শাহাদৎ। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শাহাদাৎ মারা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও শিক্ষার্থীর অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার ও আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
পরে তারা বিষয়টি সবার কাছে শুনে নিশ্চিত হন এ দুর্ঘটনায় কারও গাফিলতি ছিল না।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। শিশুর পরিবারসহ সকলের সঙ্গে কথা বলছি।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার বলেন, ঘটনাস্থলে এসে সবার সঙ্গে কথা বলেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।