শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

লালমনিরহাটে গাঁজা উদ্ধার আটক-২

রিপোর্টারের নাম : / ৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর।

মঙ্গলবার (১৪ অক্টোবর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সোমবার (১৩ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির অন্তর্গত ২নং ওয়ার্ডের জেলপাড়া গ্রামস্থ কেয়া ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত ট্রাক তল্লাশিকালে ট্রাকের কেবিনের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১৬ কেজি গাঁজা এবং ১ টি ট্রাক জব্দসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত আসামি শ্রী সুজন চন্দ্র (৩৯) কালীগঞ্জ উপজেলার হরবানী নগর এলাকার বিজেন চন্দ্র বর্মণের ছেলে ও অপর আসামি লিটন মিয়া (৩৭) একই উপজেলার সেবক দাস এলাকার আব্দুর রশিদ প্রামানিকের ছেলে।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ এবং গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

“বাংলাদেশ আমার অহংকার”-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর