লালমনিরহাটে গ্রাম পুলিশের বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ!
আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেড়ে বসত ভিটার সামনে বাশের বেড়া ও গর্ত খুড়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ গ্রাম পুলিশ নুর ইসলাম বুলুর বিরুদ্ধে। অবরুদ্ধ অবস্থায় দুটি পরিবারকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী মতিয়ার রহমান বাদী হয়ে টংভাঙ্গা ইউপির ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নুৃর ইসলাম বুলু (৪০), জোবেদ আলী (৬০), জলিল (৬০), নুলু (৩৮) ও ছালামসহ (২৮)
৬ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ভুক্তভোগী মতিয়ার রহমানদের সাথে অভিযুক্ত গ্রাম পুলিশ বুলুর সাথে জমা জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জেড়ে গত শনিবার দুপুরে বুলু ও তার লোকজন মতিয়ারের বাড়ির সামনে বাশের খুটির বেড়া দিয়ে পরিবারটির চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এমনকি সেই রাস্তায় বেশ কয়েকটি গর্ত খুড়ে রাখেন। এ সময় বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় মহিলারা এসে বাধা দিলে তাদেরকে ভয় ভীতি দেখায়।
ভুক্তভোগী মতিয়ার রহমান বলেন, আমার দাদা ও বাবার সময় থেকে এখানে আমাদের বসত বাড়ি। বাপ দাদার আমল থেকে আমরা এখানে বসবাস করে আসছি। ইতিমধ্যে অভিযুক্তরা আমাদের বসত ভিটা তাদের বলে দাবি করে আসছে। এ নিয়ে আমরা বিবাদীদের সাথে বসে সমাধান করতে চাইছি। তারা যদি জমি পেয়ে থাকে তাদের বুঝিয়ে দেয়া হবে। কিন্ত তারা সেই ধরনের কোন সমাধানে আসছে না। গত শনিবার আমি বাড়িতে না থাকায় বিবাদীরা আমার বসত বাড়ির সামনে চলাচলের রাস্তায় বেড়া ও গর্ত খোড়া শুরু করে। বাড়ির মহিলারা বাধা দিলে তাদের লাঠি সোঠা নিয়ে ভয় দেখায়। আমরা এখন বাড়ি থেকে বের হতে পারছিনা। আমি থানায় অভিযোগ দিয়েছি। এই ঘটনার সঠিক বিচার চাই।
এ বিষয়ে বিবাদী গ্রাম পুলিশ নুর ইসলাম বুলু বলেন, আমি আমার জমিতে বেড়া ও গর্ত খুড়েছি। তাদের চলাচলের আরও রাস্তা রয়েছে। আমি কেন তাদের রাস্তা বন্ধ করতে যাবো।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।