লালমনিরহাট থানার বিশেষ অভিযানে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আটক-০১
আশরাফুল হক, লালমনিরহাট সংবাদদাতাঃ লালমনিরহাট সদর থানার বিশেষ অভিযানে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহষপতিবার ( ১৩ এপ্রিল ) গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বিশেষ অভিযানে লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হতে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জনকে আটক করা হয়। আটককৃত আসামি রফিকুল ইসলাম (৩০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম সুখাতি এলাকার শমসের আলীর ছেলে। এ সংক্রান্তে আসামির বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং-৩০, তারিখ- ১২/০৪/ ২০২৩ খ্রিঃ, ধারা – ৩৬ (১) সারণির ১৯ (খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়।