লালমনিরহাট সদর থানার বিশেষ অভিযানে গাঁজা সহ আটক-১
লালমনিরহাট সদর থানার বিশেষ অভিযানে এবং গোপন সংবাদের ভিত্তিতে ৭ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৮ আগষ্ট) দিবাগত রাতে পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার এর নের্তৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই (নিঃ) মজিবুল হাসান, এএসআই (নিঃ) ফরহাদ আলী, এএসআই (নিঃ) আশাদুজ্জামান সহ মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভাধীন ০৫নং ওয়ার্ডের উত্তর সাপটানা মৌজাস্থ পুঠিমারীর দোলার বটতলা পুলিশ বক্সের সামনে হইতে ০৭ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আসামী সাইফুল ইসলাম (২৪), আটক করেছেন পুলিশ।
আটককৃত আসামি সাইফুল ইসলাম (২৪) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের মাঠেরপাড় এলাকার হাসেম আলীর ছেলে। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং-২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (খ) রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।