লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত!
লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৫ জুন) বিকালে লালমনিরহাট সরকারি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ।
কলেজ ছাত্রলীগ নেতা লতিফুর রহমান অন্তরের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মশিউর রহমান রকি, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক শাইরেন রেওয়াজ ইমনসহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধান ভূমিকা পালন করে । জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সারা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।