শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ভোলাহাট রোডে, পিঁয়াজ বোঝায়কৃত দ্রুতগামী স্টারিং ভটভটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে, দুলাল নামে এক মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
জানা যায় মোবারকপুর ইউনিয়নের, চাঁদপুর গ্রামের দক্ষিণ পাড়ার, আশরাফুল ইসলাম এর ছেলে, দুদাল হোসেন (৩৫)। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্র জানিয়েছেন। রবিবার (২২ জানুয়ারি) আনুমানিক সকাল ১০ টার দিকে নানার বাড়ি থেকে নিজ বাড়ি ফিরার পথে, ঘোষ লওদা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় নিহত হয়েছেন দুদাল হোসেন।
মোবারকপুর ইউপি চেয়ারম্যান, মাহমুদুল হক হাইদারী ঘটনাটি নিশ্চিত করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা, হরেন্দ্র নাথ, জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। কোন অভিযোগ না পাওয়ায়, ময়নাতদন্ত ছাড়ায় দাফনের জন্য পরিবারের কাছে ফিরিয়ে দেন লাশ।