সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী গরুর রাখাল নিহত

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ১৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

শিবগঞ্জ উপজেলার ভারতীয় ভূখন্ডে বিএসএফের গুলিতে শামিম রেজা (২৫) নামে এক গরুর রাখাল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন শরিফুল ইসলাম (৩৩) নামে আরেক ব্যক্তি। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন মেহেদী হাসান নামে আরেক যুবক।

নিহত ব্যক্তি উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাইরুল ইসলামের ছেলে। আহত শরিফুল ইসলাম বিশ রশিয়া গ্রামের পোড়াপাড়ার মৃত সোহবুল হকের ছেলে। তবে নিখোঁজ মেহেদী হাসানের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রোববার রাত সাড়ে ১১টার দিকে ভারতের চাঁদনি চক এলাকার মরা গঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। নিহত শামিম রেজার মা শেরিনা বেগম বলেন, আমার ছেলে কোনদিন ভারতে গরু আনতে যায়নি।

এবার প্রথম ভারতে গিয়ে গুলিতে মারা গেছে। এখনও ফিরে আসেনি। নিহত শামিম রেজার চাচা জিয়াউর রহমান সীমান্তে হত্যাকান্ডের বিষয়টি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাত ১১টার দিকে গরু আনার জন্য কয়েকজন রাখালের সাথে ভারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে অন্যরা বাড়ি ফিরে এলেও নিখোঁজ রয়েছেন শামিম রেজা। ফিরে আসা গরুর অন্য রাখালরা জানান, শামিম রেজা বিএসএফের গুলিতে মারা গেছেন।

স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, রাতে ১০ থেকে ১২ জন মিলে ভারতে গরু আনতে যান। তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের দুই কিলোমিটার ভেতরে বিএসএফ চাঁদনি চক ক্যাম্পের কাছে মরা গঙ্গা নদী পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামিম রেজা। এছাড়া হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন শরিফুল ইসলাম। ওই ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন মেহেদী হাসান। মাজহারুল ইসলাম আরও বলেন, প্রাণে বেঁচে ফেরা অন্য গরুর রাখালরা আবারও একত্রিত হয়ে মরদেহ আনতে গিয়ে শুধু রক্ত দেখে ফিরে আসে। তাদের ধারণা- বিএসএফ অন্য ঘটনার মতই মরদেহ গুম করে নিয়েছে। দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ইউপি সদস্য আবদুল গফুর ঝড়– বলেন, সীমান্তে গোলাগুলির খবর লোকমুখে শুনেছেন।

এ ঘটনায় শামিম রেজা নামে এক গরুর রাখাল নিহত হয়েছেন। আহত একজন রাজশাহীর একটি হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছে। পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ভারতে গরু আনতে গিয়ে একজন মারা গেছেন এমন তথ্য গ্রামবাসীর মুখে শুনেছেন। তবে যারা মারা গেছে বা আহত হয়েছেন তাদের পরিবার পুলিশি হয়রানী থেকে বাঁচতে মুখ খুলছেনা। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাহিদ হোসেন জানান, ভারতের মধ্যে বাংলাদেশী রাখাল নিহত হওয়ার খবর লোকমুখে শুনছেন। মাঠে কাজ করছে বিজিবি সদস্যরা। তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর