শুভ জন্মদিনঃ কাজিপুর পৌরসভা মেয়র আব্দুল হান্নান তালুকদার
কাজিপুর পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদারের ৫৬ তম জন্মদিন আজ। ৩০ জুন বৃহস্পতিবার জন্মদিন উদযাপন উপলক্ষে পৌর কার্যালয়ে কাউন্সিলরবৃন্দ কেক কাটার আয়োজন করে। এ সময় পৌরসভা সচিব লুৎফর রহমান, যুবনেতা জিয়াউর রহমান স্বাধীন, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম কুড়ান, রিপন, হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। রাজনৈতিক এবং সামাজিক সংগঠন ছাড়াও বিভিন্ন ব্যক্তি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
উল্লেখ্য, আব্দুল হান্নান তালুকদার ১৯৬৬ সালের ৩০ জুন পৌর এলাকার আলমপুর গ্ৰামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক। কিশোর বয়স থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছেন। স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও দলীয় মনোনয়ন নিয়ে কাজিপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।