সলঙ্গায় প্রধান শিক্ষক শহীদুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ!পদত্যাগের দাবি
সিরাজগঞ্জের সলঙ্গায় ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সলঙ্গা ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাময়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ অনিয়ম- দুর্নীতির অভিযোগ ওঠেছে।
রবিবার বিকেলে প্রতিষ্ঠানের (ম্যানেজিং কমিটি) সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাছে শিক্ষার্থীরা ১৪টি অনিয়ম তুলে ধরে লিখিত অভিযোগ করে।
অভিযোগ সূত্রে জানাযায়,আর্থিক অনিয়ম ও দূর্নিতী, বিদ্যালয়ের বিভিন্ন আয় রশিদে আদায় না করে সহকারী প্রধান শিক্ষকের যোগসাজশে আত্মসাৎ,
স্বেচ্ছাচারিতা,কর্মচারীদের ভাতাদি পরিশোধ না করা, সর্বক্ষেত্রেই শিক্ষকদের সাথে সমন্বয়হীনতা এবং তার সহযোগি শিক্ষিকা রহিমা খাতুনের সাথে পরামর্শক্রমে বিদ্যালয় পরিচালনা করা,সার্বক্ষনিক শিক্ষিকা রহিমা খাতুনকে তার নিজ কক্ষে বসিয়ে রাখার কারণে শিক্ষক, অভিভাবক এবং ছাত্ররা ব্যাক্তিগত কোন পরামর্শ করতে পারে না, বিগত ম্যানিজিং কমিটি তাদের অনৈতিক কার্যকলাপ বন্ধ করার জন্য প্রধান শিক্ষকের কক্ষে দুই দুইবার সিসি ক্যামেরা লাগানোর পর তা অকার্যকর করা,শিক্ষকগণের সাথে দাম্ভিকতা দেখানো সহ নানা ভাবে ও শোকজ এর মাধ্যমে তাদেরকে অপমানিত ও লাঞ্চিত করা,আওয়ামীলীগের সময়ে নিজেকে আওয়ামীলীগ হিসাবে প্রধান শিক্ষক পদ লাভ করে আওয়ামীলীগ
সভাপতির মাধ্যমে দাম্ভিকতার সাথে ধরাকে সরাজ্ঞান করেছেন,অর্থ আত্মস্বাতের উদ্দেশ্যে শিক্ষিকা রহিমা খাতুন ছাত্র বেতন নতুন ও পুরাতন বাজেয়াপ্ত রশিদে আদায় করেন,প্রধান ব্যবসায়ের উদ্দেশ্যে আমাদের স্কুলে ছাত্র দিয়ে জাফর নামে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহযোগি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন,সামাজিক যোগযোগ মাধ্যমে তাদের নিয়ে বিভিন্ন কুরুচি পূর্ণ পোষ্ট দেওয়ায় বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হওয়া,সু-সংঘঠিত স্কাউট দল থাকা সত্বেও স্কাউটদের কার্যক্রমে প্রতিবন্ধকতার সৃষ্টি করা সহ ইত্যাদি,বিতর্কিত শিক্ষিকা রহিমা খাতুন অবৈধ নিয়োগ লাভ করেছেন মর্মে তার বিরুদ্ধে এখনও আদালতে মামলা
চলমান রয়েছে।
প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের পক্ষে লিখিত ভাবে অভিযোগ দায়ের করে,আব্দুস সবুর মিয়া,আমীরুল ইসলাম,অশোক কুমার,শফালী খাতুন।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ,রবিবার (২৫ আগষ্ট) দুপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
পরে সেনাবাহিনী ও সলঙ্গা থানা পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভ কালে শিক্ষার্থীদের ব্যানারে লেখা দেখা যায়,এক দফা এক দাবী সলঙ্গা ইসলামীয়া বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের পদত্যাগ চাই। এছাড়াও একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগের দাবী জানান শিক্ষার্থীরা।পদত্যাগ না করলে লাগাতার কর্মসুচি চালাবে শিক্ষার্থীরা।