শিরোনামঃ
স্থাবর সম্পত্তি অর্জনে অনুমতি লাগবে বিদেশি সংস্থার বাণিজ্যে অবদান রাখায় সিআইপি কার্ড পেলেন ১৮৪ ব্যবসায়ী শাস্তির বিধান রেখে হচ্ছে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন যমুনায় দৃশ্যমান হলো বঙ্গবন্ধু রেল সেতু রোহিঙ্গাদের সহায়তায় ৩০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র বছর শেষে আসছে রূপপুরের বিদ্যুৎ কলম্বো সিকিউরিটি কনক্লেভের সদস্য হচ্ছে বাংলাদেশ তিস্তার প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত ড. ওয়াজেদ মিয়া ছিলেন আণবিক গবেষণার পথিকৃৎ প্রধানমন্ত্রীকে মোদির আমন্ত্রণপত্র দিলেন ভারতের পররাষ্ট্র সচিব রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর কোনো শক্তি আমাকে জনগণ থেকে দূরে সরাতে পারবে না শার্শার অস্ত্র মামলায় রাজুর ১৭ বছরের জেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু ! রায়গঞ্জে শিক্ষকের- দম্পতির  বাসার গ্রীল কেটে ৯ লাখ টাকার মালামাল লুট   সিরাজগঞ্জে জামিন পেলেন ৬ প্রিজাইডিং কর্মকর্তা   শার্শায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে সেবামুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে রিক্সাচালকদের মাঝে শতাধিক ছাতা বিতরণ জয়পুরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ কোম্পানি

অনলাইন ডেস্ক:

সাকিব আর শাকিবকে নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা

কলমের বার্তা / ১০১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

তারা দুজনেই নিজ নিজ অঙ্গনের সুপারস্টার। সাকিব আল হাসান ক্রিকেটের বিশ্বসেরা অল-রাউন্ডার, জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। অন্যদিকে শাকিব খান বাংলাদেশের সিনেমার সুপার হিরো। দুজনের মাঝে সম্পর্কও ভালো।

আবার দুজনেরই সমার্থক হয়ে গেছে ‘বিতর্ক’ শব্দটা। এবার একইসঙ্গে দুজন দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। শাকিব খানের সৌজন্যে যেন ঢাকা পড়ে গেল সাকিব আল হাসানকে ঘিরে বিতর্ক।

সাকিব আল হাসানকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে আরো আগে। ২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া সাকিব মাস দুয়েক আগে ফের জুয়া কম্পানির সঙ্গে চুক্তি করেন। পরে বিসিবির হুঁশিয়ারিতে সেই চুক্তি বাতিল করে পেয়ে যান টি-টোয়েন্টির অধিনায়কত্ব। এরপরের ঘটনা আরও গুরুতর। সাকিবের প্রতিষ্ঠান ‘মোনার্ক হোল্ডিংস’ এর বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির অভিযোগ ওঠে। শুধু তাই নয়, সেই প্রতিষ্ঠানের কাগজপত্রে সাকিবের বাবার নামও বদলে ফেলা হয়!

বিশ্বসেরা অলরাউন্ডারের বাবা খন্দকার মাশরুর রেজার বিপুল পরিচিতি আছে। কিন্তু মোনার্ক হোল্ডিংয়ের কাগজপত্রে সাকিবের বাবার নামের জায়গায় লেখা হয়েছে ‘কাজী আবদুল লতিফ’। যদিও সাকিবের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে,এটা মিসটেক। কিন্তু দুটি নামের এতটাই পার্থক্য যে, টাইপিং মিসটেক হওয়ারও সুযোগ নেই। এরপর সাকিব দলের সঙ্গে আরব আমিরাতের অনুশীলন ক্যাম্পে না গিয়ে যোগ দিলেন সিপিএলে। তিনি না থাকায় ফটোসেশন আর সংবাদ সম্মেলন ছাড়াই আজ শুক্রবার ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা করছে বাংলাদেশ দল।

সাকিবকে ঘিরে এতসব বিতর্কের মাঝেই লাইমলাইটে চলে এলেন শাকিব খান। চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে তার প্রণয়ের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। দুদিন আগে বুবলী ফাঁস করেন, তিনি সন্তানের মা হয়েছেন। তবে সন্তানের বাবার নাম প্রকাশ করেননি। অতঃপর আজ শাকিব-বুবলী দুজনেই আনুষ্ঠানিক ঘোষণা দেন, শেহজাদ খান বীর তাদের সন্তান। শেহজাদের জন্ম হয়েছে আড়াই বছর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে।

একটি সূত্র জানায়, শাকিব সন্তানের কথা ফাঁস করতে রাজি ছিলেন না। গতরাতে দীর্ঘ পারিবারিক মিটিংয়ের পর তিনি রাজি হন। এর আগেও আরেক জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব। সেই ঘরেও আব্রাম খান জয় নামের একটি সন্তান আছে। সেই সন্তানের খবরও দীর্ঘদিন গোপন রেখেছিলেন শাকিব-অপু। পরে একটি টিভি চ্যানেলে এসে অপু সব ফাঁস করে দেন। সেই ঘটনায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

সম্প্রতি জয়ের ৬ষ্ঠ জন্মদিনে অপু বিশ্বাসের বাসায় গিয়ে উদযাপন করেন শাকিব। এরপরই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটান বুবলী। ধারণা করা হয়, সংবাদ উপস্থাপিকা থেকে নায়িকা বনে যাওয়া বুবলীর সঙ্গে শাকিবের প্রেমের খবর শুনেই বছর কয়েক আগে সব কিছু ফাঁস করে দিয়েছিলেন অপু বিশ্বাস। তবে এখন পর্যন্ত অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। অন্যদিকে সাকিব আল হাসান নিজের মতোই আছেন। শেয়ারবাজার কেলেঙ্কারি, বাবার নাম জালিয়াতি নিয়ে টুঁ শব্দটিও করেননি।

61


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর