শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

সার ডিলারগণ কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চমূল্যে বিক্রি করার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

রিপোর্টারের নাম : / ১৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সরকার কর্তৃক সার ও কীটনাশকের নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে নিয়োগ প্রাপ্ত ডিলারগণ কৃত্রিম সার সংকট সৃষ্টি করে দীর্ঘদিন যাবত উচ্চমূল্যে সার বিক্রয় করে এই অঞ্চলের কৃষক সমাজকে প্রতারিত করে আসছে এরই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখার সভাপতি নূরনবী মোস্তফা-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক নুরজামান সরকার, ওমর আলী, একরামুল হক, আব্দুস সালাম, কুদ্দুস, মশিউর রহমান, জাতীয়তাবাদী কৃষক দল বড়বাড়ী ইউনিয়ন শাখার সভাপতি জাহিদুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দল পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি আনারুল ইসলাম রবি, জাতীয়তাবাদী কৃষক দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দল আদিতমারী উপজেলা শাখার আহবায়ক শরিফুল ইসলাম মিঠু, জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট পৌর শাখার আহবায়ক ফেরদৌস আলম, সদর উপজেলা শাখার আহবায়ক সারওয়ারুল হক লিংকন, জাতীয়তাবাদী কৃষক দল লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক একেএম জাহেরুল ইসলাম দুলু প্রমুখ। এ সময় জাতীয়তাবাদী কৃষক দল জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ কৃষকগণ উপস্থিত ছিলেন।

কৃষক দল জেলা শাখার সভাপতি নূরনবী মোস্তফা বক্তব্যে বলেন, ডিলার কর্তৃক সকল প্রকার সার ও কীটনাশক নিয়ে দুর্নীতি, অনিয়মে ভরপুর। তিনি আরো বলেন, বিএডিসি ও বিসিআইসি সকল ডিলারগণ ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজ প্রশাসন কর্তৃক নিয়োগপ্রাপ্ত। ফলে তারা বর্তমানে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন। অধিকাংশ ডিলারগণ সরকারি গোডাউন হইতে সার উত্তোলন না করিয়া উচ্চমূল্যে মজুদদারদের নিকট বরাদ্দপত্র বিক্রয় করেন। ডিলারগণ সার উত্তোলন করে উত্তোলনকৃত সার দোকানে প্রদর্শন না করে গোপনে গোডাউনজাত করেন। ডিলারদের এই দুর্নীতিতে ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তাগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন বলেও তিনি বলেন।

মানববন্ধনে বক্তাগণ আরো বলেন, কোন কোন ক্ষেত্রে ডিলারগন রেজিস্ট্রেশন বিহীন কোম্পানী কর্তৃক নিম্নমানের কীটনাশক/বালাইনাশক কৃষকদের মাঝে খুচরা বিক্রয় করছেন। উক্ত নিম্নমানের কীটনাশক ব্যবহার করার ফলে ফসলের মারাত্মক ক্ষতিসাধন হচ্ছে। এসব বিষয়ে কৃষি কর্মকর্তাদের নিকট অভিযোগ দিয়ে কোনো রূপ প্রতিকার পাওয়া যায় না। এমনকি কৃষি কর্মকর্তাগণ ভুয়া কোম্পানীগুলোর বিষয়ে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি। সাধারণ কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট/ভ্রাম্যমান আদালত গঠন পূর্বক দুর্নীতিবাজ ডিলার, বীজ ব্যবসায়ী, কীটনাশক ব্যবসায়ী ও দায়ী কোম্পানীগুলোর বিরুদ্ধে কার্যকরী কোনো ধরনের ব্যবস্থা গ্রহন করেনি। তিনি প্রশাসনের উদ্দেশ্য কঠিন হুশিয়ারী দিয়ে বলেন, সমস্যা সমাধানের জরুরি পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হইলে লালমনিরহাট জেলার সাধারণ কৃষক সমাজকে সঙ্গে নিয়ে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। যার দায়ভার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে বহন করিতে হইবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর