সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রি নিহত
নাটোরের সিংড়ায় ফার্নিচারের দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকাশ চন্দ্র নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ মে) বেলা ১১টার দিকে পৌরসভার চকগোপাল এলাকায় ফার্নিচারের দোকানে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিকাশ চন্দ্র উপজেলার শেরকোল ইউনিয়নের খড়মকুড়ি গ্রামের উপেন্দ্রনাথের ছেলে।
স্থানীয়রা জানান, বিকাশ চন্দ্র প্রতিদিনের মত শনিবার সকালে তার কর্মস্থলে যায়। সেখানে কাজ করার সময়ে অসাবধানতাবসত বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ লেগে পড়ে যায়। পরে দোকানের অন্য সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।