সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

রিপোর্টারের নাম : / ২০৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় এলজিএসপি-৩ অর্থায়নে দরিদ্র মেধাবী ৪৫ জন ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো’র সভাপতিত্বে ও রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।

এসময় ইউপি সচিব ফরিদুল হক মিলন, স্কুলের সকল শিক্ষক ও সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো,বাল্যবিয়ে রোধে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে সচেতনতা ও শিক্ষা। কেননা যখন সবাই সচেতন হবে তখন বাল্যবিয়ে রোধে সবাই ভূমিকা রাখতে পারবে। শিক্ষিত নারীই পারেন সমাজের সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে। তারা যখন নিজেদের অধিকার আদায়ে সচেতন হবেন তখন আশেপাশের মানুষগুলো অন্তত নড়েচড়ে বসবে। কোনও কিছু চাপিয়ে দিতে তারা ভাববে। এখন সময় এসেছে নারীদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর