সিরাজগঞ্জের সলঙ্গায় তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারী আটক
সিরাজগঞ্জের সলঙ্গায় তিন কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ ।
রবিবার ভোর রাতে থানার হাটিকমরুল গোলত্বর এলাকায় যাত্রীবাহি বাসে অভিযান পরিচালানা করে তিন কেজি গাঁজা সহ কুড়িগ্রামের রাজহাট থানার পলাশপুর গ্রামের মৃত্য আব্দুস সালামের ছেলে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, রবিবার (২৮আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাত্রীবাহি বাস সাইমন এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো –ব- ১৫-৮৮-২৫) তিন কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।