সিরাজগঞ্জের সয়দাবাদে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
২০২২-২৩ অর্থ বছরের এলজি-৩ এর আওতায় বাস্তবায়নের নির্মিত্ত স্কীমের বরাদ্দের ৪৫ টি বাইসাইকেল সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার ৪৫ জন ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ হতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি। এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম।
এ সময়ে সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন আঃলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রাশেদ, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রাজু হাসান, মোঃ আলমাস আলী, মোঃ জানিফ, সুমন বাবু সহ অন্যান্যরা সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক সোহাগ হাসান পথিক সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম হোসাইন সহ অনেকে উপস্থিত ছিলেন ।
জানা যায়, যে সয়দাবাদ উচ্চ বিদ্যালয়, গাছাবাড়ী আলীয়া মাদ্রাসা, সারটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে উক্ত বাইসাইকেল গুলো বিতরণ করা হয়। ছাত্রীরা বাইসাইকেল গুলো পেয়ে চালিয়ে যেয়ে খুশিমনে বাড়ী ফিরছেন।