মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
অনবদ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ম্যানগ্রোভ হ্যাকাথনের ফাইনাল কাজিপুরে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত, ৬ জনের অর্থদন্ড  উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা আটক সুজানগরে ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপির নেতারা যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে আন্তঃজেলা প্রতারক ও চোর চক্রের ৭ সদস্য আটক

রিপোর্টারের নাম : / ২৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা প্রতারক ও চোর চক্রের সক্রিয় ৭ সদস্য আটক ও চুরির হওয়া টাকা উদ্ধার করেছে র‌্যাব-১২।

জানাযায়,বিপ্লব শেখ নামে একজন কাপড় ব্যবসায়ীর সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বাজারে একটি কাপড়ের দোকান আছে।
উক্ত কাপড়ের দোকানদার গত ২০ মার্চ সকাল ১০টার দিকে ভূঁইয়াগাঁতী বাজার হইতে কাপড় ক্রয়ের জন্য একটি যাত্রীবাহী বাস যোগে টাঙ্গাইল জেলার করটিয়া বাজারের উদ্দেশ্যে নগদ এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে রওনা করেন।

উক্ত কাপড় ব্যবসায়ীকে প্রতারক ও চোর চক্রের সদস্যরা অনুসরণ করে একই যাত্রীবাহী বাসে ওঠে। বাসটি সকাল সোয়া ১০টার দিকে কামারখন্দ থানার ঝাউল ওভার ব্রিজের উপর পৌছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতারক ও চোর দলের একজন সদস্য পিছন থেকে কাপড় ব্যবসায়ীর শরীরের উপর বমি করে দেয়। সাথে সাথেই প্রতারক ও চোর দলের আরো ৫/৬ জন ব্যক্তি ভিকটিমের নিকটে এসে শরীর হতে বমি পরিস্কার করার ছলে ভিকটিমের পকেটে থাকা এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে গাড়ী থেকে নেমে পালিয়ে য়ায়।

পরবর্তীতে ভিকটিম বমি পরিস্কার করার জন্য বাস থেকে ঝাউল ওভার ব্রিজের উপর নামার পর বুঝতে পারে তাদের পকেটে থাকা নগদ এক লক্ষ দশ হাজার টাকা প্রতারক ও চোর দলের সদস্যরা নিয়ে পালিয়েছে।

কিছুক্ষণ পর ভিকটিম একটি মটর সাইকেল যোগে কড্ডার মোড়ে গিয়ে প্রতারক ও চোর চক্রের সদস্যদের খুজতে থাকে। হটাৎ প্রতারক ও চোর চক্রের একজন সদস্যকে চিনতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে। কিছু সময় পর উক্ত স্থানে র‌্যাব-১২ এর একটি টহল গাড়ি দেখে ভিকটিম গাড়ির কাছে যায় ও ঘটনাটি খুলে বলে।

এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাবের র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন এর নির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তি ও ১ নং আসামীর দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর

একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ২১ মার্চ দিনভর অভিযান পরিচালনা করে আন্তঃজেলা প্রতারক ও চোর চক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করেন।

এছাড়াও তাদের সাথে থাকা ৮টি মোবাইল ফোন জব্দ এবং চুরি হওয়া ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী,ঢাকা মিরপুর-১২ এলাকার মৃত নূর ইসলাম শেখ এর ছেলে সুজন(৩৬),রংপুর পীরগাছা থানার মগরমপুর গ্রামের মৃত মোসাব্বিরের ছেলে সোহেল রাসেল (৩৫),কুষ্টিয়া ভেড়ামারা থানার সাত বাড়ীয়া গ্রামের আসাদুজ্জামান এর ছেলে শফিউজ্জামান (৪২),কেরানীগঞ্জ থানার কলাতিয়া আর্টিবাজার গ্রামের সোহেল মোল্লার ছেলে শাহাদত মোল্লা (২৫), রাজশাহীর বাঘা থানার চক নারায়নপুর গ্রামের বজলুর রহমানের ছেলে আতাউর রহমান (৩৯),চকনারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে একরামুল হক(৩৮),গাঁওপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ(২৮)কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর