শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ: / ১৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” – এ প্রতি পাদ্য নিয়ে – সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে।

শুক্রবার (১২ আগষ্ট) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে -অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহসীন তালুকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, ডেপুটি কো- অর্ডিনেটর কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা প্রমূখ।

স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম।

এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু’র সোনার বিনির্মাণে যুব সমাজকে সুশিক্ষা অর্জন করার পাশাপাশি বিভিন্ন ট্রেডে ভালো প্রশিক্ষণ নিলে ভালো কর্মসংস্থান হবে। এতে উদ্যোক্তা সুফল ভোগ করবে এবং আগামী প্রজন্মরা মাথা উঁচু করে দাঁড়াবে। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ দেউলিয়া হওয়ার কোন সম্ভবনা নেই । বহিরবিশ্বে জ্বালানি তৈলের দাম বৃদ্ধিতে, দেশে জ্বালানি তৈল দাম বৃদ্ধি হয়েছে দাম কমলে দেশও দাম কমবে সব ঠিক হয়ে যাবে । বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ মহিউদ্দিন, শিয়ালকোল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি সহ বিভিন্ন উপজেলা থেকে আসা প্রশিক্ষণার্থীরা, প্রশিক্ষণ প্রাপ্তরা ও উদ্যাক্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে, ১৯৭৫ সালে ঘাতকদের নিমর্ম বুলেটের আঘাতে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান সহ সপরিবারে নিহত, জাতীয় চারনেতা নিহত শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর