সিরাজগঞ্জে আলহাজ্ব মাহফুজ আলম বাচ্চু অনূর্ধ্ব-১৩ ফুটবল লীগের উদ্বোধন
সিরাজগঞ্জে আলহাজ্ব মাহফুজ আলম বাচ্চু অনূর্ধ্ব-১৩ ফুটবল লীগ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মাছুমপুর ক্রীড়াচক্র কর্তৃক আয়োজনে
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় সিরাজগঞ্জ শহরের মাছুম ফুটবল খেলার মাঠে উক্ত ফুটবল লীগের শুভ উদ্বোধন করেন, মাছুমপুর ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহফুজ আলম বাচ্চু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিল্টন, জেড স্কয়ার কর্পোরেশনের স্বত্বাধিকারী ও ঢাকা মেট্রোরেল প্রাক্তন পরিবেশ ব্যবস্থাপনা কর্মকর্তা এস এম মাহী, সিরাজগঞ্জের নিউমার্কেট ব্রাইট হেলথ স্পেশালাইস্ট হসপিটাল পরিচালক এস এম রাশিদুল হাসান সোহাগ ।
উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন, মাছুমপুর ক্রীড়াচক্রের সভাপতি মোঃ মহসিন আহমেদ চৌধুরী।
খেলায় আক্রমণ পাল্টা আক্রমনের খেলায় মাছুমপুর ক্রীড়াচক্র ৪-২ গোলে শিয়ালকোল যুব সংসদকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে।
লীগে ১২টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রত্যেক গ্রপের পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি দল কোয়াটার ফাইনালে উন্নীত হবে।
খেলা পরিচালনা করেন, সাবেক কৃতি ফুটবলার হেদায়েতুল ইসলাম ফ্রুট, হামিদুল হক খোকন ও বাগরাজ।
খেলায় ধারাবিবরণী করেন, ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। খেলায় হাজারো দর্শকদের উপস্থিত পরিলক্ষিত হয়।