বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:০১ অপরাহ্ন

সিরাজগঞ্জে এস.বি.রেলওয়ে কলোনী স্কুলে বছরের প্রথম দিনে বিনামূল্যে  নতুন বই বিতরণ

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ / ২০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

“নতুন বই সবাই নেব,  লেখা পড়ায় মন দেব”, এ শ্লোগান নিয়ে বছরের প্রথম দিনে  নতুন পাঠ্যপুস্তক হাতে নিয়ে আনন্দে উল্লাসে ছড়িয়ে পড়ে  সিরাজগঞ্জের এস.বি.রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণির ৪৫০ জন ছাত্র- ছাত্রীদের মাঝে নতুন  বই বিতরণ করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি -২০২৩) সকাল ১১ টায় অত্র বিদ্যাপীঠে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি  মোঃ তমাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ্, ম্যানেজিং কমিটির সদস্য আসলাম উদ্দিন  প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং  সভাপতিত্ব করেন,  এস.বি.রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠান  সঞ্চালনায় ছিলেন,  সহকারী শিক্ষক মোঃ হযরত আলী।

এসময়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুদ্দিন ইয়াহ, রবিউল ইসলাম, মোকলেছুর রহমান, শফিকুল ইসলাম, মেহেদী হাসান, ইলিয়াস মানিক, জাহাঙ্গীর আলম, আরমান হোসেন, মাসুদা সুলতানা, আরিফুল ইসলাম,  সৌরেন্দ্রনাথ সহঅন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর