সিরাজগঞ্জে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পক্ষে থেকে পুলিশসুপারের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাসিবুল আলম, বিপিএম কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
শনিবার (২০ আগষ্ট) দুপুরে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি প্রসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাসিবুল আলম বিপিএম কে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য তার বক্তব্যে বলেন, এ বিদায় পদোন্নতি বদলিজনিত বিদায় বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে আলোচিত হন। বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম তাঁর বিদায়ী ভাষণে জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং জেলার আইন-শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা ইসহাক আলী, সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির জুনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হাকিম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক শ্রী সন্তোষ কুমার কানু, পরিচালক সাংবাদিক হীরকগুণ, পরিচালক মোঃ আতিকুর রহমান আতিক, পরিচালক জাহিদুল ইসলাম, সাবেক পরিচালক শফিক মোহাম্মদ রুমন, সাবেক পরিচালক আব্দুল মালেক মন্টু অন্যান্যরা এবং
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সিরাজগঞ্জ চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।