সিরাজগঞ্জে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে শহরের সনি হোটেল অডিটোরিয়াম হল রুমে এ সভা করা হয়।
সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল গণি মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম শাহিনের পরিচালনায় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ও চেয়ারম্যানের প্রেস সচিব শামীম হায়দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা জাকের পার্টির সভাপতি ফয়সাল বিন শফিক সনি,পাবনা জেলা জাকের পার্টির সভাপতি মুজাম্মেল হক,জাকের পার্টির যুব ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
এসময় জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে পানিবন্দি লাখো মানুষ।
আকস্মিক বন্যায় সিলেটের বন্যাকবলিত এলাকার মানুষ খাবারের সঙ্কটে পড়েছে।
জাকের পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের এ দুর্যোগকালীন বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।