বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের নানা আয়োজনে শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ / ২১১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জ জেলা প্রশাসনে আয়োজনে- স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের এর ৭৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালিত হয়েছে।

শুক্রবার (৫ আগষ্ট) সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে- শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে -আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর- কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

তিনি তার বক্তব্যে বলেন,
শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন এদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে অন্যতম পথিকৃৎ তার প্রদর্শিত পথ,আদর্শ এবং দিক নির্দেশনা আজও এক অনুকরনীয় মডেল। আজকের এদিনে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনার পাশাপাশি তার আদর্শের বাস্তবায়ন অনুসরণ করার আহবান করছি।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম , অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা ম্যাজিষ্ট্রট লুৎফুন নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী নেতা আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল খান, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না,
বীরমুক্তিযোদ্ধা গাজী সোরহার আলী,গাজী শফিকুল ইসলাম গাজী ফজলুল মতিন মুক্তা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলাল আহমেদ, এলজিইডির নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর, জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ আবুল খায়ের সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

বিকেল ৫ টায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে- শহরের এস এস রোডস্থ দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে তার জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার।

এছাড়া ও ন্যাশনাল হার্ডফাউন্ডেশন কার্যালয়ে দোয়া মাহফিল স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি পালিত হয়। অপরদিকে, ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছা সেবকলীগ পৌর আওয়ামী লীগও জেলা মহিলা আওয়ামীলীগ কর্তৃক পৃথক পৃথক ভাবে শহীদ শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালন করে ।
জেলার প্রতিটি উপজেলা চত্বরে বিভিন্ন প্রকারের গাছের চার বিতরণ, মসজিদ, মন্দির উপাসনালয়ে বিশেষ প্রার্থনা/দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য- ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালো রাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটের মাত্র ২৬ বছর বয়সে শাহাদত বরণ করেন শহীদ শেখ কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর