বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

সিরাজগঞ্জে দুই দিনব্যাপী সাহিত্য মেলার সমাপনী

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ / ২১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জ জেলার সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে ৭ ও ৮ ফ্রেব্রুয়ারি-২০২৩ এই দুই দিনব্যাপী সাহিত্য মেলার সমাপনী  করা হয়েছে। এতে

আলোচনা, প্রবন্ধ উপস্থাপন, কবিতা আবৃত্তি, লেখক কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশন ও সম্মাননা প্রদানের মধ্যেদিয়ে জেলায় দুই দিনব্যাপী সাহিত্য মেলার পর্দা নামে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে  জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ সাহিত্যমেলার আয়োজন করা হয়।

সমাপনী দিন বুধবার সকাল সাড়ে ৯ টায় প্রথম পর্বে  প্রবন্ধ পাঠ, আলোচনা সভা ও আবৃত্তি    মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। প্রবন্ধের বিষয় ছিলো ” সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যে, সাহিত্য ও সংস্কৃতি” এতে সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন, কবি ও প্রাবন্ধিক মামুনর রশিদ।

বেলা ১২ টায় আলোচনা সভা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবীর এর সভাপতিত্বে প্রবন্ধ পাঠ ও আলোচনা করেন,  সিরাজগঞ্জের গৌরব গর্ব  কৃতিসন্তান  বিশিষ্ট সুনাম খ্যাত  কবি মোহন রায়হান, কবি আলমগীর নিষাদ, ছড়াকার ও সম্পাদক অদ্বৈত মারুত।
দুপুরে আড়াইটায়  লেখক কর্মশালার প্রশিক্ষক ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ড. মোঃ মাইনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেষ্ট মো তমাল হোসেন।
এ পর্বে অতিথিদের স্মারক সম্মাননা
প্রদান করা হয় । সন্ধ্যায় মনোমুগ্ধকর সংগীত অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। দু’দিনের এ সাহিত্যে মেলা অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সহকারি কমিশনার ইশরাত জাহান, অমৃতা শারলিন রাজ্জাক, প্রতীতি প্রিয়া এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি নূরন্নবী খান জুয়েল।

উদ্বোধনী দিনে উদ্বোধক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ   (২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংসদ ও আইন সংস্কৃতি  বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মোখলেছুর রহমান আকন্দ। স্বাগত বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম।সন্মানিত অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ কে,এম, হোসেন আলী হাসান,
সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপিকা করুণা রাণী সাহা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  বীরমুক্তিযোদ্ধা   গাজী শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ প্রমুখ।
আরো সন্মানিত অতিথি হিসেবে  অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবীর,স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারি কমিশনার ও ম্যাজিষ্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, মোহাম্মদ মাসুম বিল্লাহ, পরাগ সাহা, ইশরাত জাহান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক  কর্মকর্তা কবি নূরন্নবী খান জুয়েল।
দুপুর ১২ টায় প্রবন্ধের বিষয় সিরাজগঞ্জ জেলার কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ অন্যান্য” প্রাবন্ধিক অধ্যাপক করুণা রাণী সাহা, আলোচক ছিলেন, লেখক ও গবেষক ইসহাক খান। বিকেল ৩ টায় স্থানীয় লেখকদের পরিবেশনায় স্বরচিত কবিতা,গল্প,নাটক থেকে পাঠ করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে “তরুণ সম্প্রদায়ের পরিবেশনায়  -নাটক “অসমাপ্ত ” মঞ্চস্থ হয় এবং  নাচ, গান  পরিবেশন করা হয়েছে।

দু’ দিনের এ সাহিত্যমেলায় এসেছিলেন, কবি এস,এম হাফিজ, বেগম দিল আফরোজ, সাইফুল ইসলাম, ইসহাক খান, শ্যামলী খান, আলমগীর নিষাদ, আদিত্য আনাম, শাকিব শাকিল, এস,এম মকুল মোহাম্মদ শাওয়াব, হোসনে আরা নাসরিন দোলন, গঞ্জের  আলী জীবন,  আজিজুর রহমান মুন্না,  আব্দুল আলীম তালুকদার, সুশান্ত কুমার সাহা, আব্দুর রাজ্জাক   সহ শতাধিক কবি, সাহিত্যিক,লেখক, গুণীজন,সুধীজন সহ বিভিন্ন স্কুল /কলেজের শিক্ষার্থীরা এ সাহিত্যমেলায় অতিথি পাখিদের মত প্রাণের টানে ছুটে এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর