সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ জন আটক
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন এর দিকনির্দেশনায় র্যাব-১২’র আভিযানিক দল রায়গঞ্জ চান্দাইকোনা জমজম হোটেলের সামনে থেকে তাদের কে আটক করেন।
আটককৃত আসামী,বগুড়া জেলার আদমদীঘি থানার কুন্ডকগ্রামের মৃত ডিজেন্দ্রনাথ তলা পাত্র এর ছেলে চয়ন তলা পাত্র (৪০) ও নারায়নগঞ্জের বন্দর থানার চিরইপাড়া গ্রামের মৃত আশিকুর আলী’র ছেলে আসাদ আলী (৫৫),।
এসময় তাদের নিকট হতে ১৬০ বোতল ফেন্সিডিল ২টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৯শত ৪৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।