সিরাজগঞ্জে ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
আগামীকাল ১৬ ডিসেম্বর ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের এম.এ মতিন সড়ক নিউ মার্কেটের সামনে ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতাল চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক, এমডি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক, শেয়ারহোল্ডা সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ।
ব্রাইট হেলথ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এখানে বিশ্ব বিখ্যাত ব্যান্ডের অত্যাধুনিক মেশিনারীজ সমৃদ্ধ, দেশি বিদেশি উচ্চতর ডিগ্রি সম্পন্ন বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত রোগী দেখবেন।
আগামীকাল ১৬ ডিসেম্বর বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে হাসপাতাল উদ্বোধন করবেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।