সিরাজগঞ্জে র্যাবের হাতে ইয়াবাসহ যুবক আটক
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব ১২-এর সদস্যরা।
মঙ্গলবার রাতে শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সোনালী সিনেমা হলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জুয়েল রানা (৩৮) উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত ডা. নবী হোসেনের ছেলে।বুধবার সকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল রানা জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের তথ্য স্বীকার করেছে।
আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মককর্তা।
কলমের বার্তা ডেস্ক :