সিরাজগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জ জেলা পর্যায়ের জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে
শুক্রবার (২০ জানুয়ারি) সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, মাদকের ছোবল থেকে কিশোর ও যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য ক্রীড়ার আয়োজন করার এবং তাদের সম্পৃক্ত করার বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ জাতি গঠনের জন্য স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। বর্তমান সরকার এ ক্ষেত্রেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। প্রত্যেক শিক্ষার্থীদের উপযুক্ত মানুষ হবার জন্য ক্রীড়া ও সংস্কৃতির চর্চার সংগে সম্পৃক্ত হতে হবে। এ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন ও অংশ গ্রহণকারীদের জন্য শুভ কামনা রইল।
জেলা শিক্ষা অফিসার কাজী মোঃ সলিম উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ প্রমুখ ।
প্রতিযোগিতায় ৪০টি ইভেন্টে শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করেন।