সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর নিজস্ব উদ্যোগে হতদরিদ্র ও আরেক অসহায় ব্যক্তিকে ব্যাটারি চালিত রিক্সা প্রদান
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের নিজস্ব উদ্যোগে এক হতদরিদ্র বৃদ্ধ রিক্সাচালককে ব্যাটারী চালিত রিক্সা এবং শারীরিক প্রতিবন্ধী অসহায় বৃদ্ধের চলাচলের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করেন ।
এই বৃদ্ধ রিক্সাচালকের বয়স প্রায় ৬০ উর্দ্ধে।অভাব অনটনের জন্য একটি রিক্সা’র মালিক হয়নি অন্যের রিক্সা ভাড়া নিয়ে রিক্সা চালিয়ে জীবনযাপন করেন এই বৃদ্ধ রিক্সাচালক। আরেক দরিদ্র প্রতিবন্ধীর বয়স প্রায় ৭০ এর কাছাকাছি তার চলাচলে সুবিধার জন্য তাকে একটি ব্যাটারী চালিত রিক্সাটি প্রদান করলেন – সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক, ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী, সাবেক পৌর কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার।
মঙ্গলবার (১১জুন-২০২৪) দুপুরে সিরাজঞ্জের পৌর এলাকার ধানবান্ধি মতি সাহেবের ঘাট এলাকায় হাজী মোঃ আব্দুস সাত্তারে ব্যবসায়ী অফিসের সামনে হতে বিতরণ করেন।
এসময়ে- মেসার্স এস কন্সট্রাকশন এর ম্যানেজার রুহুল আমিন অপু, বিশিষ্ট ব্যবসায়ী এস.এম. মুসা, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ খালেদুজ্জামান জুয়েল, মোঃ জাহিদ হাসান, সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সততা সমবায় সমিতি লিমিটেড পরিচালক নুরুল ইসলাম টেক্কা কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর আগষ্ট মাসে ৪ টি রিকশা বিতরণ করেন ৪জন বৃদ্ধ অসহায় রিক্সাচালকে ব্যাটারী চালিত রিক্সার চাবি ওই রিক্সাচালকদের হাতে তুলে দেন । তারা রিকশা পেয়ে ভীষণ খুশি হয়। এছাড়াও তিনি গরীর, অসহায়দের মানুষদের জন্য নিত্যদিনই সাহায্য সহযোগিতা করে আসছেন এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত অনুদান দিয়ে উন্নয়ন করছেন ।