সিরাজগঞ্জে হাজী মোঃ আব্দুস সাত্তারের উদ্যোগে বাজারের চেয়ে স্বল্পমূল্যে ষাঁড় গরুর গোশত বিক্রি
সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবক, ধানবান্দি ১০ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আব্দুস সাত্তার এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিরাজগঞ্জ পৌর এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য বাজার মূল্যের চেয়ে স্বল্প মূল্যে দেশী ষাঁড় গরু জবাই করে মাংস বিক্রির ব্যবস্হা করছেন তিনি।
বর্তমান বাজারে গরুর গোশত বিক্রি হয় যেখানে ৭৫০/ টাকা দরে সেখানে হাজী মোঃ আব্দুস সাত্তারের উদ্যোগে ৫৫০/ টাকা দরে বিক্রি করা হয়। এতে গরীব ও নিম্ন আয়ের মানুষেরা এ মাংস ক্রয় করে খুশি হন।
শুক্রবার (৭ এপ্রিল) ভোরে সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ে গড়ে উঠা শিশু-কিশোরদের জন্য গড়ে উঠা বিনোদন কেন্দ্র শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর পার্কের সামনে ৪ টি দেশী জাতের ষাঁড় গরু জবাই করা হয়। এ সময় দরিদ্র ও নিম্ন আয়ের ১২০০ জন লোকের মাঝে ১ কেজি করে পাঁচশত পঞ্চাশ টাকা দরে গোশত বিক্রি করা হয়।
এ ভালো উদ্যোগ গ্রহণ করায় সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষ কাছে হাজী মোঃ আব্দুস সাত্তার প্রশংসিত হচ্ছেন।